চাচাতো ভাই রাম ও আল্লুর নীরব দ্বন্দ্বের কারণ


নেহা শর্মা- রাম চরণ -আল্লু অর্জুন ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় সিনেমার দুই তারকা রাম চরণ ও আল্লু অর্জুন শুধু অভিনয় জগতে নয়, পারিবারিক সূত্রেও ঘনিষ্ঠ—তারা চাচাতো ভাই। দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে এই দুই সুপারস্টার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তাদের সম্পর্কের আড়ালে লুকিয়ে আছে এক চাঞ্চল্যকর অধ্যায়, যা ভক্তদের কাছে আজও আলোচনার বিষয়।
২০০০ সালের নতুন দশকের শুরুর দিকে অভিনেত্রী নেহা শর্মাকে ঘিরে এই দুই তারকার মধ্যে নীরব দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। প্রতিবেদনে জানা যায়, প্রথমে নেহার প্রেমে পড়েছিলেন আল্লু অর্জুন। বলিউডে পা রাখার আগে নেহা অভিনয় করতেন দক্ষিণী চলচ্চিত্রে, আর সেখানেই আল্লুর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। এমনকি তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন বলে গুঞ্জন ছিল।
কিন্তু এই সম্পর্কের স্থায়িত্ব দীর্ঘ হয়নি। ২০০৭ সালে মুক্তি পাওয়া চিরুথা ছবিতে নেহা শর্মা ও রাম চরণের একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর ছড়িয়ে পড়ে। এই ছবিটি ছিল নেহা ও রামের অভিষেক ছবি। গুঞ্জন আরও ঘনীভূত হয় যখন শোনা যায়, রাম চরণ নেহাকে গোপনে বিয়ে করেছেন এবং তারা হানিমুনেও গিয়েছেন।
এ খবর আল্লু অর্জুনের কানে পৌঁছালে তিনি নাকি ভীষণ আঘাত পান এবং দীর্ঘ সময়ের জন্য দুই ভাইয়ের মধ্যে কথা বন্ধ হয়ে যায়। যদিও কেউই প্রকাশ্যে এই দ্বন্দ্বের কথা স্বীকার করেননি, তবুও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এটি একটি বহুল আলোচিত ঘটনা হয়ে ওঠে।
বর্তমানে রাম চরণ ও আল্লু অর্জুন উভয়েই নিজ নিজ ক্যারিয়ারে সাফল্যের শিখরে আছেন। তবে নেহা শর্মাকে ঘিরে তাদের অতীতের এই গোপন অধ্যায় আজও ভক্তদের মনে কৌতূহল জাগিয়ে রাখে।