আরিফিন শুভর সঙ্গে আলোচিত ভাইরাল দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী


আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী আরিফিন শুভর সঙ্গে অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’-এর আলোচিত একটি দৃশ্য নিয়ে মুখ খুলেছেন। ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির টিজারে থাকা একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়, যার ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী নিজেই।
‘নূর’ সিনেমাটি নির্মাণ করেছেন আলোচিত পরিচালক রায়হান রাফী। এটি একটি প্রেমের গল্পভিত্তিক চলচ্চিত্র, যা এবার প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তি পাচ্ছে। এতে ঐশীর বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এর আগেও তারা একসঙ্গে দুটি চলচ্চিত্রে কাজ করেছেন।
গত ২৯ নভেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির অফিসিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের সেই টিজারেই ফুটে ওঠে প্রেম ও বিরহের আবহ। তবে মুক্তির আগেই টিজারের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, যা দর্শক মহলে ব্যাপক আলোচনা ও তর্কের জন্ম দেয়।

দর্শকদের একটি অংশের অভিযোগ, ছবির প্রচারণা বাড়ানোর জন্য পরিকল্পিতভাবে এই দৃশ্যটি ছড়ানো হয়েছে। একই সময়ে সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জনও ছড়াতে থাকে, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় অনেক ভক্তের মধ্যে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ঐশী বলেন, ‘অভিনয় মানেই চরিত্রের প্রয়োজনে সংলাপ ও দৃশ্য অনুযায়ী কাজ করা। এই দৃশ্যটি না থাকলে হয়তো অন্য কোনো আবেগী বা নাটকীয় দৃশ্য থাকতে পারত। গল্পের স্বার্থেই যেটা প্রয়োজন, সেটাই করতে হয় একজন শিল্পীকে।’ তিনি আরও জানান, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা ঠিক নয়।
এদিকে, বর্তমানে ঐশী শাকিব খানের বিপরীতে “সোলজার” সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এবং ছবিটির বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অন্যদিকে, ‘নূর’ আগামী ১০ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে, যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ছে।










