আমির খানের বিরুদ্ধে ভাই ফয়সালকে আটকে রাখার অভিযোগ


আমির খান ও তার ভাই ফয়সাল । ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা ফয়সাল খান, সুপারস্টার আমির খানের ভাই, সম্প্রতি পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ থাকার কারণে তার চিকিৎসা চলছিল বলে দাবি পরিবারের। তবে ফয়সালের অভিযোগ, তাকে এক বছর ধরে বাড়িতে আটকে রাখা হয়েছিল এবং তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসা করানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল বলেন, “আমি এক বছর ধরে ঘরে আটকে ছিলাম। তারা বলছিল, আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি সমাজের ক্ষতি করব। আমাকে ২০ দিন ধরে হাসপাতালে রাখা হয়েছিল, যেখানে মানসিক রোগীদের সঙ্গে জেনারেল ওয়ার্ডে আমার পরীক্ষা করা হয়।” অন্যদিকে, আমির খান, তার মা জিনাত তাহির হুসেন ও বোন নিখাত হেগড়ে এক যৌথ বিবৃতিতে ফয়সালের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, ফয়সালের বিষয়ে প্রতিটি সিদ্ধান্ত পেশাদার ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নেওয়া হয়েছে এবং এটি পরিবারের ভালোবাসা ও তার সুস্থতার প্রতি সমর্থনের ভিত্তিতে করা হয়েছে।
পরিবার আরও জানায়, এটি প্রথমবার নয় যে ফয়সাল ঘটনাগুলো ভুলভাবে উপস্থাপন করেছেন। তাই তারা বিষয়টি নিয়ে জনসাধারণ ও গণমাধ্যমকে গসিপে পরিণত না করার আহ্বান জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে পরিবারের অন্যান্য সদস্য যেমন রীনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, কিরণ রাও, মনসুর খান, ইমরান খানসহ অনেকে স্বাক্ষর করেছেন। তারা জোর দিয়ে বলেছেন, কোনো সিদ্ধান্তই অনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়নি এবং পরিবারের সংহতি অটুট রয়েছে।
উল্লেখ্য, একসময়ের প্রতিশ্রুতিশীল শিশু অভিনেতা ফয়সাল খান দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত প্রকাশ্যে আসেনি।