দীর্ঘ বিরতির পর ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ


৬ বছর পর তফসিল ঘোষণা - ডাকসু নির্বাচন ২০২৫। ছবি সংগৃহীত
দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় ডাকসুর সকল রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছিল ডাকসু নির্বাচন। যা দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া একটি ঐতিহাসিক নির্বাচন ছিল। এবারও ছাত্র রাজনীতির উত্তাপে সরগরম হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদের প্রত্যাশা, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রনেতাদের মতে, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম। তাই শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।