জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:০৭ এএম
৩৩ বছর পর জাকসু নির্বাচন, ১১ হাজারের বেশি শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ। ছবি:সংগৃহীত

৩৩ বছর পর জাকসু নির্বাচন, ১১ হাজারের বেশি শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগ। ছবি:সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা আটটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২১টি হলে স্থাপন করা হয়েছে ২২৪টি ভোটকেন্দ্র। এর মধ্যে ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য ১০টি হলে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে ১২০০ পুলিশ সদস্য এবং ভোটকেন্দ্রসমূহ রাখা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। প্রয়োজনে সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদে মোট ৫৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফ উল্লাহ আদিব, শেখ সাদী হাসান, রাব্বি হোসেন, আরিফুজ্জামান উজ্জ্বল, আব্দুর রশিদ জিতু, সোহানুর রহমান, আব্দুল মান্নান ও মাহফুজুল ইসলাম মেঘ। সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবু রায়হান কবির রাসেল, মাজহারুল ইসলাম, তানজিলা হোসাইন বৈশাখী, মো. শাকিল আলী, জাহিদুল ইসলাম, আবু তৌহিদ মো. সিয়াম, শরন এহসান ও তানবীর হোসেন।

এছাড়া নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আয়েশা সিদ্দিকা, আঞ্জুমান আরা ইকরা, লামিয়া রহমান তৈশী, ফারিয়া জামান, মালিহা নামলাহ্ ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস। পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকিবুল হক, ফেরদৌস আল হাসান, সজিব আহম্মদ, আল ইমরান, জিয়া উদ্দিন, সাজ্জাদউল ইসলাম, কাউসার আলম আরমান, নাজমুল ইসলাম, নূর এ তামীম স্রোত ও তৌহিদুল ইসলাম ভূঁঞা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশেষ ওএমআর মেশিনের মাধ্যমে ভোটগণনা সম্পন্ন হবে। নির্বাচনের ফলাফল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সরাসরি ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচনের মাধ্যমে নিজেদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।