জাকসু নির্বাচনে বিজয়ী মধুপুরের আবিদা সুলতানা

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ৮:২৮ এএম
জাকসু নিবার্চন- ২০২৫ মধুপুরের শিক্ষার্থী নির্বাচিত আবিদা সুলতানা ছবি : সংগৃহীত

জাকসু নিবার্চন- ২০২৫ মধুপুরের শিক্ষার্থী নির্বাচিত আবিদা সুলতানা ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন টাঙ্গাইলের মধুপুর জটাবাড়ী গ্রামের কৃতি সন্তান আবিদা সুলতানা নির্বাচিত হলেন ।

স্বতন্ত্র প্যানেল থেকে প্রীতিলতা হল সংসদের ‘স্বাস্থ্য সম্পাদক’ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন ।  মধুপুর জটাবাড়ী গ্রামে মৃত মো. আসাদুজ্জামান ও মাজেদা বেগম দম্পতির কণ্যা আবিদা সুলতানা।

গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাকসু নির্বাচন  অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ৪৪ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়।  বিজয়ী আবিদা সুলতানা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষার্থী  । জাকসুর প্রীতিলতা হল সংসদের  ‘স্বাস্থ্য সম্পাদক পদে নির্বাচিত হন।

আবিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছিল আমার সহপাঠীদের সিদ্ধান্ত, ক্যাস্পাসে আমরা ছাত্রীরা যেমন সমস্যা সম্মুখীন হই অনেক প্রতিকুলতার মধ্যে পারতে হয় সেসব দূরকরণে জাকুসতে নির্বাচনে আসা । শিক্ষার্থীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেসব অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ।

এর আগে ডাকসু নির্বাচনে মধুপুরের মহিষমারা কলেজের সাবেক ছাত্র ও ঢাবি'র সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম ও ফার্মসি বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম নিবার্চিত হয় ।  মধুপুরে কৃতি সন্তানদের এমন বিজয় দেখে মধুুপুরের বিভিন্ন গুনিজন এবং স্যোসাল অ্যক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মধুপুরের এই কৃতি শিক্ষার্থীর বিজয়কে মধুপুরের গৌরব বলে অভিহিত করেছেন। তারা এই তিন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যত ও তাদের মাধ্যমে মধুপুরের গৌরব বৃদ্ধির প্রত্যাশা করেছেন।