৭২ টাকা কেজি দরে

৭২ কোটি টাকায় মসুর ডাল কিনছে সরকার

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৩ ডিসেম্বর, ২০২৫ এ ৩:১৫ পিএম
মসুর ডাল। ছবি সংগৃহীত

মসুর ডাল। ছবি সংগৃহীত

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ের উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় মোট ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্রয়ের মাধ্যমে বাজারে ডালের সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করছে সরকার।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, খুলনার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডের কাছ থেকে এই মসুর ডাল সংগ্রহ করা হবে। প্রতিষ্ঠানটি নির্ধারিত শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ডাল সরবরাহ করবে।

এই ডাল কিনতে সরকারের মোট ব্যয় হবে ৭২ কোটি ২০ লাখ টাকা। সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ডালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মসুর ডাল ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে চাল, সয়াবিন তেল, রাইস ব্রাণ অয়েল এবং কয়েক ধরনের রাসায়নিক সার। কৃষি ও ভোজ্যতেল খাতে চাহিদা পূরণ এবং বাজার স্থিতিশীল রাখতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা জানান, প্রয়োজনীয় পণ্য দ্রুত সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়।