দেশে সব জ্বালানি তেলের দাম বাড়লো


দেশে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর ১ ডিসেম্বর থেকে। ছবি: সংগৃহীত
দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১৬ টাকা করা হয়েছে। এতে প্রতিটি জ্বালানি তেলের দাম ২ টাকা করে বৃদ্ধি পেল।
রোববার (৩০ নভেম্বর) এক বার্তায় নতুন এই মূল্য ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি–হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে ডিসেম্বর মাসের জন্য সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই দাম সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মূল্য সমন্বয়ের ফলে ডিজেল, অকটেন, পেট্রোল এবং কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দাম ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে। নতুন এই মূল্য কাঠামো ১ ডিসেম্বর থেকে দেশে কার্যকর হবে। সরকার আশা করছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতি অভ্যন্তরীণ জ্বালানি খাতকে আরও স্থিতিশীল করবে।
নতুন মূল্য কার্যকর হওয়ার পর পরিবহন ও শিল্পখাতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে সাধারণ ভোক্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘমেয়াদে এ ব্যবস্থা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।










