৭ ডিসেম্বর স্বর্ণের হালনাগাদ দাম কত? জেনে নিন

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৫ এ ৪:৩৩ এএম
স্বর্ণ । ছবি:সংগৃহীত

স্বর্ণ । ছবি:সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ ৭ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, যেখানে বাজুসের সর্বশেষ সিদ্ধান্তে ভালো মানের স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দাম সমন্বয়ের ঘোষণা দেয় এবং রবিবার সকাল থেকে নতুন মূল্য সারাদেশে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায়।

এর আগে গত মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায় বিক্রি হয়েছিল। একই দিনে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দাম কার্যকর থাকবে এবং সব জুয়েলারি দোকানে একই দামে বিক্রি করতে হবে। তবে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।

এক জুয়েলারি ব্যবসায়ী বলেন, “আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণে স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলে আমরা আশা করি।”

স্বর্ণের দাম নতুন হারে স্থিতিশীল থাকবে কিনা, তা নির্ভর করবে বৈশ্বিক বাজার এবং আমদানি পরিস্থিতির ওপর। বাজুস আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বর্তমান মূল্য বহাল থাকবে।