৩৮ লাখ টাকা ঘুসে বরখাস্ত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:০২ এএম
সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু সাময়িক বরখাস্ত। ছবি: সংগৃহীত

সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু সাময়িক বরখাস্ত। ছবি: সংগৃহীত

৩৮ লাখ টাকা ঘুসের বিনিময়ে আয়কর নথি হস্তান্তরের অভিযোগে ঢাকা কর অঞ্চল-৫-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে জানানো হয়।

আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত বরখাস্ত আদেশে বলা হয়, ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে জান্নাতুল ফেরদৌস করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তর করেন। এতে অন্তর্ভুক্ত হয়েছে পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল।

বরখাস্তের আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী জান্নাতুল ফেরদৌসকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

আইআরডি জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি একটি সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা হবে। আয়কর নথি সংক্রান্ত শৃঙ্খলা ও সততার মান বজায় রাখার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে, সরকারি দায়িত্বে দায়িত্বপরায়ণতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।