ব্যাংক হলিডে ঘোষণা: ৩১ ডিসেম্বর সব তফশিলি ব্যাংক বন্ধ


নতুন প্ল্যাটফর্ম আনছে বাংলাদেশ ব্যাংক, বাতিল হলো ‘বিনিময়’। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণার পর সেদিন দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দিনটিকে আনুষ্ঠানিকভাবে ব্যাংক হলিডে হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। সার্কুলারে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের আলোকে নির্বাহী আদেশে ঘোষিত সরকারি ছুটির কারণে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর বাংলাদেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে দিনটি ব্যাংক হলিডে হিসেবে বিবেচিত হওয়ায় আর্থিক খাতের নির্দিষ্ট কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপণী-২০২৫ সংক্রান্ত কাজের স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট শাখা বা বিভাগ ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব বিবেচনায় সীমিত আকারে খোলা রাখা যেতে পারে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হিসাব সমাপণী কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে গ্রাহকসেবা ও আর্থিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।









