বাণিজ্য মেলার অষ্টম দিনে উপচে পড়া দর্শনার্থী


অষ্টম দিনে দর্শনার্থীদের সমাগমে মুখর কুড়িল আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণ। ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িলে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার অষ্টম দিনে বিপুল দর্শনার্থী ও ক্রেতার সমাগম দেখা গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) হিমেল হাওয়া ও মিষ্টি রোদের মধ্যে সকাল থেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও তরুণ-তরুণীদের ঢল নামে মেলাপ্রাঙ্গণে। সন্ধ্যার পর কনসার্টের আয়োজন থাকায় ভিড় আরও বেড়ে যায়।
গত ৩ জানুয়ারি শুরু হওয়া ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অষ্টম দিনে দর্শনার্থীর উপস্থিতি আরও বেড়ে যায়। মেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন স্টলে ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। কেউ স্টলের বাইরে বসে বিশ্রাম নিচ্ছেন। জুমার নামাজের পর থেকে কুড়িল মেলাগামী বিআরটিসি বাসের টিকিটের জন্য লম্বা সারি দেখা যায়। বাস থেকে নেমে মেলাপ্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে ভিড় কয়েকগুণ বৃদ্ধি পায়।
মেলায় প্রবেশের জন্য পর্যাপ্ত টিকিট বুথ থাকায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়নি। তবে মেলার ভেতরে তিলধারণের জায়গা ছিল না। বিক্রেতাদের মুখে দেখা গেছে আনন্দের হাসি। দর্শনার্থীরা কাপড়, প্রসাধনী, ক্রোকারিজ ও গৃহস্থালির সামগ্রীর স্টলে বেশি ভিড় করেছেন। পাশাপাশি রাজা মামার চায়ের স্টলেও ছিল উপচে পড়া ভিড়।
রাজধানীর বাসাবো থেকে আসা আফসার আহমেদ ও মিম রহমান দম্পতি জানান, ঘরের আসবাবপত্র কেনার জন্য মেলায় এসেছেন। তারা ঘুরে ঘুরে বিভিন্ন ফার্নিচার দেখেছেন, দুটি সোফা ও একটি ওয়ারড্রব পছন্দ হলেও দাম বেশি হওয়ায় তারা ছাড়ের অপেক্ষায় রয়েছেন।নারায়ণগঞ্জ থেকে আসা মনির হোসেন সুমন বলেন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে মেলায় এসেছি। বিভিন্ন স্টল ঘুরে কিছু পছন্দ হয়েছে, যা ফেরার সময় কিনে নেব। গাজীপুরের শ্রীপুর থেকে আসা গৃহবধূ পল্লবী হাওলাদার বলেন, বেড়ানোর পাশাপাশি কিছু কেনাকাটাও হয়েছে।
মেলায় শিশুদের জন্য আলাদা বিনোদন পার্কও রয়েছে। ভিআইপি গেটের পাশের এই জোনে ৮–৯টি রাইডের ব্যবস্থা আছে। দুপুর থেকেই এখানে শিশুদের চিৎকার ও হাসি মেলায় প্রাণবন্ত করেছে।
অষ্টম দিনে সীমিত বিনোদন কেন্দ্র, সঙ্গীত অনুষ্ঠান ও কেনাকাটার সমন্বয়ে বাণিজ্য মেলা হয়ে উঠেছে সব বয়সী মানুষের মিলনস্থল। পরিবার, বন্ধু ও তরুণ-তরুণীদের সমাগমে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।




