এনবিআরের পূর্ণাঙ্গ শাটডাউন প্রত্যাহারের ঘোষণা


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর): ছবিঃ সংগৃহীত
দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের আহ্বানে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ও সাপ্লাই চেইন সচল রাখাসহ সামগ্রিক অর্থনীতি ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের ঘোষিত পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
তবে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা গঠনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম আগের মতোই চলমান থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
রবিবার (২৯ জুন) দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
আজকের প্রথা/এআর