আজকের স্বর্ণের দাম: বর্তমান বাজারমূল্য আপডেট

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৫ এ ৩:২৩ এএম
স্বর্ণ। ছবি : সংগৃহীত

স্বর্ণ। ছবি : সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে ফের বড় মূল্যহ্রাস দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে। ২৭ অক্টোবর একই দামে স্বর্ণ বিক্রি অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকায়। আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরি বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।

বাজুস জানায়, স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও কারুকাজের ওপর নির্ভর করে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য এক ধাক্কায় ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়। চলতি বছর এ নিয়ে মোট ৬৮ বার দেশের স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস।