Something went wrong

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি নিহত

হবিগঞ্জ ( জেলা ) প্রতিনিধি
হবিগঞ্জ ( জেলা ) প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৫ এ ১১:২৪ এএম
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগনের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ছেরাগ আলী (৫৫), তিনি ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছেরাগ আলীর সঙ্গে তাঁর বোন নুরুন্নাহারের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ছেরাগ আলী নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় তাঁর ভগ্নিপতি আবুল কাশেম, ভাগনে তৈয়ব আলীসহ আরও কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ছেরাগ আলী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত বিরোধ থেকে এই ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।