সুনামগঞ্জে বালু-পাথর লুট প্রতিরোধে বিজিবির টহল জোরদার


ছবি : সংগৃহীত
সিলেটের সাদা পাথর এলাকায় লুটপাটের ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে রোববার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সীমান্ত এলাকায় বালু ও পাথর লুট প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানের নেতৃত্ব দেন সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি জানান, সুনামগঞ্জে ৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও প্রাকৃতিক সম্পদ লুটপাট ঠেকাতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বিশেষ নজরদারির আওতায় রয়েছে তাহিরপুরের যাদুকাটা নদী, সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদী, দোয়ারাবাজার এবং ছাতক উপজেলার বালু-পাথরের মহাল। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অভিযানে প্রায় ৪৬ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ও সীমান্ত পথে আনা গরু জব্দ করা হয়েছে। প্রতিদিন সীমান্ত এলাকায় ১৫০ থেকে ৩০০ গজ পর্যন্ত টহল ও নজরদারি চালানো হচ্ছে।
তবে জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে অধিনায়ক বলেন, প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার এলাকায় মাত্র ২০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল থাকা সত্ত্বেও বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিবি জানিয়েছে, সুনামগঞ্জ এলাকায় এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।