সাজেকে পাহাড় ধস - ৪২৫ পর্যটক আটকা


সাজেক সড়কে ধস, বন্ধ সড়ক যোগাযোগ - আটকা পর্যটকরা । ছবি : সংগৃহীত
রাতভর ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙ্গামাটির সাজেক এলাকায়। এতে দুই পাশে আটকা পড়েছেন অন্তত ৪২৫ জন পর্যটক। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড় ধসের কারণে সড়ক বন্ধ হয়ে গেছে। ফলে দিঘীনালা থেকে খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয়দের নিয়ে মাটি ও গাছপালা সরানোর চেষ্টা চলছে। তবে বড় পাথর ও মাটি অপসারণে বুলডোজার ও ভারী যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে। ইতোমধ্যে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন এবং বাঘাইছড়ির প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ইউএনও শিরিন আক্তার জানিয়েছেন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং উপজেলা প্রশাসন যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে। তবে বড় পাথরগুলো সরাতে সময় লাগবে। সড়ক পরিষ্কার হলেই পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।