শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক সমাবেশ


জুলাই-আগস্ট স্মরণে শাহবাগে ছাত্রদল সমাবেশ। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী ছাত্রদলের (জসদ) সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে ধীরে ধীরে জড়ো হচ্ছেন নেতা–কর্মীরা। জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের সমাবেশের আয়োজন করা হয়েছে।
রোববার, ৩ আগস্ট বেলা আড়াইটায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগে আসছেন। সমাবেশস্থলে স্লোগান ও জাতীয় ও দলীয় পতাকা নিয়ে কর্মীদের উপস্থিতি বাড়ছে।
শাহবাগ এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ থাকায় অনেকেই রাস্তায় বসে সমাবেশের জন্য অপেক্ষা করছেন। সরেজমিনে দেখা গেছে, থেমে থেমে ছোট ছোট মিছিল এসে মূল সমাবেশস্থলে মিলিত হচ্ছে।
ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান জানান, "শাহবাগে আজকের সমাবেশ হবে ছাত্রদলের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ। তরুণ প্রজন্মের ঐক্য আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, "আজকের সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত ছিল। তরুণরা প্রাণের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সমাবেশে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।