দুই প্রবাসী ভাইয়ের স্ত্রীর সঙ্গে দুই বন্ধুর পরকীয়া

রাতে খাটের নিচ ও ওয়্যারড্রব থেকে প্রেমিক জুটি ধরা

গাইবান্ধা ( জেলা ) প্রতিনিধি
গাইবান্ধা ( জেলা ) প্রতিনিধি
২৮ আগস্ট, ২০২৫ এ ৫:৩৮ এএম
গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর চারজনকে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি : সংগৃহীত

গ্রামবাসীর হাতে আটক হওয়ার পর চারজনকে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন দুই যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে। পরে উত্তেজিত গ্রামবাসী চারজনের হাত একসঙ্গে রশি দিয়ে বেঁধে তাদের মাথা ন্যাড়া করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে আটক করে আদালতে প্রেরণ করে।

আটককৃতরা হলেন—উত্তর বেকাটারী গ্রামের রেজাউল করিমের ছেলে মারুফ হোসেন (২২), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০), উপজেলার বিবিসি মোড় এলাকার আলমগীর ইসলাম (২৪) এবং প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ওই দুই যুবক। ঘটনার রাতে সন্দেহ হলে গ্রামবাসীরা বাড়িটি ঘিরে ফেলেন।

তল্লাশির সময় ইয়ামিন বেগমের কক্ষে খাটের নিচ থেকে মারুফকে এবং আরফিনার কক্ষের ওয়্যারড্রবের ভেতর থেকে আলমগীরকে বের করা হয়। পরে তাদের চারজনকে বেঁধে রেখে স্থানীয়রা শাস্তি দেন।

প্রতিবেশী জাহেদুল ইসলাম জানান, রাতে তিনি বাড়ির পাশে অবস্থান করছিলেন। তখনই তিনি দুই যুবককে প্রবাসী ভাইদের স্ত্রীদের বাড়িতে ঢুকতে দেখেন। কিছুক্ষণ পর সন্দেহ হলে গ্রামবাসীর সঙ্গে তিনি গিয়ে তাদের খুঁজে বের করেন। অপর প্রতিবেশী ভিক্ষু সেখও জানান, প্রথমে যুবকরা অস্বীকার করলেও লুকানো অবস্থায় ধরা পড়েন তারা।

ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয়। পরে পুলিশ এসে চারজনকেই থানায় নিয়ে যায়। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, স্থানীয়দের হাতে আটক হওয়ার পর অভিযুক্তদের উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।