রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
১২ অক্টোবর, ২০২৫ এ ৫:৪৪ এএম
রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীরা

রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীরা

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১২ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন এবং নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়নের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠনের পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং শহরের বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করছিলেন। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র, অর্থ লেনদেনের নথি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তদন্তে জানা গেছে, তারা নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ত এবং সংগঠনের পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টায় ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশের দাবি, এই অভিযান রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।