রংপুরের পীরগাছা নদীতে ডুবে নিখোঁজ নাজিম, সন্ধান মেলেনি

রংপুর (জেলা) প্রতিনিধি
রংপুর (জেলা) প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৫ এ ৫:৩০ এএম
নিখোঁজ শিশু নাজিম। ছবি : সংগৃহীত

নিখোঁজ শিশু নাজিম। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু নাজিমকে উদ্ধার করতে ডুবুরিদের টানা তিন ঘণ্টার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়, কিন্তু শেষ পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি উজানপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশু নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে নাজিম তার বড় ভাই স্বাধীনের সঙ্গে ঘাঘট নদীর পাড়ে কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন ছোটভাই নাজিমকে কাঁধে তুলে নদী পার হওয়ার চেষ্টা করে। কিন্তু নদীর পানি বেশি থাকায় মাঝপথে স্বাধীন ভারসাম্য হারিয়ে ফেলে এবং নাজিম নদীতে ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে সবাইকে বিষয়টি জানান। স্থানীয়রা প্রথমে নিজেদের চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন।


এরপর খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাদের দলে ডুবুরি না থাকার কারণে তৎক্ষণাত উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি এসে সন্ধ্যা ছয়টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন।


রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর জামিল হোসেন জানান, রাত নয়টা পর্যন্ত ডুবুরি শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হননি। রাত গভীর হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার (২০ আগস্ট) উদ্ধার অভিযান চালানো হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।