মুসলিম বন্ধুর জানাজায় কাঁদা সেই সুধীর বাবু মারা গেছেন

কুমিল্লা (জেলা) প্রতিনিধি
কুমিল্লা (জেলা) প্রতিনিধি
২৭ আগস্ট, ২০২৫ এ ১০:১২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত রেখে চলে গেলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সুধীর বাবু। কয়েক বছর আগে তার ছোটবেলার বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় অংশ নিয়ে গাছের গুঁড়িতে বসে অশ্রু বিসর্জনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই সুধীর বাবু আর নেই।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতেই গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, বাবা ও আমীর হোসেন সওদাগর ছোটবেলা থেকেই অবিচ্ছেদ্য বন্ধু ছিলেন। খেলাধুলা, আড্ডা কিংবা ব্যবসা—সবক্ষেত্রেই তারা ছিলেন একে অপরের পরিপূরক। বন্ধুর মৃত্যুর পর বাবা গভীরভাবে ভেঙে পড়েছিলেন।

২০২১ সালের ৮ সেপ্টেম্বর আমীর হোসেন সওদাগরের জানাজায় অংশ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সুধীর বাবু। তখনকার সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয় এবং লাখো মানুষ আবেগে আপ্লুত হন। বন্ধুত্বের প্রতি তার গভীর ভালোবাসা জাত-ধর্মের সীমানা অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল।

স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমীর হোসেনের বন্ধুত্ব ছিল আজীবনের। জীবনের শেষ প্রহর পর্যন্ত তিনি সেই বন্ধুত্বকে অটুট রেখেছিলেন। বন্ধুর মৃত্যুর চার বছর পর এবার সুধীর বাবুও চলে গেলেন না ফেরার দেশে, তবে রেখে গেলেন অমূল্য বন্ধুত্বের এক চিরন্তন উদাহরণ।