মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে নওগাঁয় ছাত্র-জনতার মশাল মিছিল


রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কতৃক ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ এবং মশাল মিছিল করেছে ছাত্র-জনতা । ছবি : সংগৃহীত
ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে নওগাঁয় মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে শহরের মুক্তির মোড় এলাকা থেকে বিক্ষোভ ও মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন—
‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’,
‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’,
‘যুবদলের চামড়া খুলে নেব আমরা’,
‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’,
‘আমার ভাই মরলো কেন, তারেক জিয়া জবাব দে।’
বক্তব্যে উঠে আসে ক্ষোভ ও হুঁশিয়ারি বিক্ষোভে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা। তাদের মধ্যে ছিলেন আরমান হোসেন, তানজিম বিন বারী, জাহানে মোতায়েম প্রমুখ।
আরমান হোসেন বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি রাজনৈতিক দল দেশের মানুষের ওপর দমন-পীড়ন শুরু করেছে। সর্বশেষ ৯ জুলাই চাঁদা না পেয়ে ঢাকায় পাথর মেরে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে হত্যা করেছে যুবদল নেতা। আমরা দেশের প্রতিটি কোণ থেকে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তানজিম বিন বারী বলেন, “চাঁদাবাজি এখন শুধু ঢাকায় নয়, নওগাঁসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা আজ নওগাঁর পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছি। সেখানে আমরা ২৪ ঘণ্টার মধ্যে সব চাঁদাবাজকে গ্রেপ্তারের দাবি জানাই। যদি এই দাবি বাস্তবায়ন না হয়, তাহলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তোলা হবে।”
চাঁদাবাজি বন্ধ ও বিচার নিশ্চিতের আহ্বান সমাবেশে বক্তারা দাবি করেন, শুধু সোহাগ হত্যা নয়, দেশের নানা প্রান্তে যে চাঁদাবাজি চলছে, তা বন্ধ করতে হবে। আর যারা এ অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।
আজকের প্রথা/ইতি