মধুপুর-ধনবাড়ী সীমানায় বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
ধনবাড়ি (টাঙ্গাইল) প্রতিনিধি
৭ জুলাই, ২০২৫ এ ১২:৩০ পিএম
মধুপুর ও ধনবাড়ী সীমানার বাঘিলে বাস সিএনজি অটোরিক্সার সংঘর্ষ  মা ছেলেসহ তিনজনের মৃত্যু । ছবি: আজকের প্রথা

মধুপুর ও ধনবাড়ী সীমানার বাঘিলে বাস সিএনজি অটোরিক্সার সংঘর্ষ মা ছেলেসহ তিনজনের মৃত্যু । ছবি: আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলার সীমানা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঘীল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের শুনটিয়া গ্রামের ফকিরবাড়ির মকবুল হোসেনের স্ত্রী কাজলী বেগম (৩৫) ও তাদের ছেলে শ্রাবণ আহমেদ (১৫) এবং একই উপজেলার শিলকুরিয়া গ্রামের লেসুমান রবিদাসের স্ত্রী ফুল কুমারী রবিদাস (৪৫)। এদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অপরজন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

আহত অবস্থায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বাসন্তি রবিদাস নামের আরও একজন নারী।

নিহত কাজলী বেগমের প্রতিবেশী জহিরুল ইসলাম জানান, কাজলী তার ছেলে শ্রাবণকে নিয়ে ময়মনসিংহে কর্মরত স্বামী মকবুল হোসেনের কাছে যাচ্ছিলেন। সিএনজি থেকে নেমে মধুপুরে গিয়ে বাসে উঠার কথা ছিল তাদের। ফুল কুমারী ও বাসন্তিও একই গন্তব্যে যাচ্ছিলেন এবং পথিমধ্যে সঙ্গী হন।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, সিএনজিটি জামালপুর থেকে মধুপুরের দিকে যাচ্ছিল। বাঘীল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহী সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-০১৯১) অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটে।

 

আজকের প্রথা/এআর