ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি নজরুল গ্রেপ্তার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৫ জুলাই, ২০২৫ এ ১২:২৪ পিএম
ছবি: আজকের প্রথা

ছবি: আজকের প্রথা

ময়মনসিংহের ভালুকায় এক মা ও তাঁর দুই শিশুকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, নিহত গৃহবধূ ময়না আক্তারের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ময়নার দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়।

পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের শুলতু মিয়ার ছেলে। তিনি স্ত্রী, দুই সন্তান ও ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে ভালুকা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং রাসেল স্পিনিং মিলে নাইট শিফটে কাজ করতেন।

সোমবার সকাল ৯টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে দরজায় তালা ঝুলতে দেখেন রফিকুল। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি দেখতে পান, স্ত্রী ময়না আক্তার (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরব (২)-এর গলা কাটা মরদেহ খাটের উপর পড়ে আছে।

খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ভালুকা থানায় আনা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

 

আজকের প্রথা/ ইতি