বিমানবন্দর স্টেশনে যমুনা এক্সপ্রেসের দুর্ঘটনা, ট্রেন পরিষেবা বিলম্বিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৫ এ ৪:৫৮ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শনিবার (২৩ আগস্ট) সকালে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী অন্যান্য ট্রেনের ঢাকায় প্রবেশ বিলম্বিত হচ্ছে। তবে ঢাকা থেকে সব ট্রেন নিয়মিত সময়েই ছাড়ছে।


ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্রের খবর, সকাল ৮টা ১০ মিনিটের দিকে আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচ লাইন থেকে সরে যাওয়ায় রেলওয়ে সেকশন অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়।
ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। এতে ট্রেন চলাচলের জন্য সেকশন দ্রুত খোলা সম্ভব হয়েছে।


ঢাকা থেকে একটি রিলিফ ট্রেনও রওনা হয়েছে। ক্যান্টনমেন্ট স্টেশনে ছোট শান্টিং শেষে কোচ উদ্ধারের কাজ করা হবে। এরপর সব কোচকে ঢাকায় আনা হবে এবং শান্টিং শেষে যমুনা এক্সপ্রেস পুনরায় সচল হবে।
ঘটনায় কোনো হতাহত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্কের ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুতির কারণে ঢাকাগামী ট্রেনগুলোর আগমন কিছুটা বিলম্বিত হচ্ছে। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।