প্রবাসীকে আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত


মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রবাসীকে আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে আলাইয়াপুর ইউনিয়নের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই একসঙ্গে ওমান ফেরত প্রবাসী এক স্বজনকে বিমানবন্দর থেকে নিয়ে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের দিকে ফেরার পথে নিহতরা দুটি গাড়িতে (একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাস) যাত্রা করছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের অন্ধকারে দুর্ঘটনার শব্দ শুনে অনেকে এগিয়ে এলেও কিছু বুঝে উঠতে পারেননি। আলো ফোটার পর দুর্ঘটনার দৃশ্য চোখে পড়ে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাড়ির ভেতরে আটকা পড়ে সাতজন মারা গেছেন। কয়েকজন যাত্রী জীবিত উদ্ধার হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, এখন পর্যন্ত দুটি মরদেহ আমাদের এখানে আনা হয়েছে। উভয়ের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে খাল থেকে তোলা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পাওয়া ওমান প্রবাসী বর্তমানে নিরাপদে রয়েছেন।