Something went wrong

টঙ্গীতে আগুনে ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ ৫ জন দগ্ধ

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২২ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:৪৩ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎই ওই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা জানান, আগুন নেভাতে গিয়ে তাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলমসহ মোট পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশরাত জাহান বলেন, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহিন আলম বর্তমানে টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল সংরক্ষণে নিরাপত্তার ঘাটতি থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।