জয়পুরহাটে ফি না দেওয়ায় ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষিকা


মঞ্জুর আইডিয়াল স্কুল। ছবি : সংগৃহীত
জয়পুরহাটের কালাই উপজেলায় পরীক্ষার ফি দিতে না পারায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুনট ইউনিয়নের মঞ্জুর আইডিয়াল স্কুলে।
সোমবার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার মেঘলা (৮) পরীক্ষায় অংশ নিতে গেলে প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনা তাকে ফি বাকি থাকার অজুহাতে কক্ষ থেকে বের করে দেন। মেঘলা উপজেলার জালাইগাড়ী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
ভুক্তভোগী শিক্ষার্থী ইউএনও অফিসে গিয়ে অভিযোগ করে বলেন, “প্রধান শিক্ষিকা আমাকে বলেছেন— তোর বাবা টাকা দিতে পারে না, তাই তোর পরীক্ষা দেওয়ার দরকার নেই। এরপর তিনি আমাকে রুম থেকে বের করে দেন।”
এ বিষয়ে মেঘলার বাবা সাইফুল ইসলাম জানান, “আমরা গরিব পরিবার। প্রতি মাসে নিয়মিত বেতন দিয়েছি। কেবল পরীক্ষার ফি বাকি ছিল। ফি দেওয়ার আগেই আমার মেয়েকে অপমান করে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি।”
স্থানীয়ভাবে জানা যায়, বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এমনকি শিক্ষার্থীদের অনেক সময় গাছতলায় ক্লাস করতে হয়। স্কুলের কয়েকজন শিক্ষার্থীও অভিযোগ করেছে, ফি দিতে না পারায় সুরাইয়াকে পরীক্ষার হলে বসতে দেওয়া হয়নি।
এ বিষয়ে প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনা সাংবাদিকদের বলেন, “আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনারা যেভাবে চান, সেভাবে লিখুন।”
কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম বলেন, “কিন্ডারগার্টেন স্কুলগুলো ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি না। তবে সরকারি বই সরবরাহের দায়িত্ব আমাদের।”
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”