গাইবান্ধায় জামায়াত নেতা নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা ( জেলা ) প্রতিনিধি
গাইবান্ধা ( জেলা ) প্রতিনিধি
১৭ আগস্ট, ২০২৫ এ ৯:৩৯ এএম
নজরুল ইসলাম নজির ।  ছবি : সংগৃহীত

নজরুল ইসলাম নজির । ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রাম থেকে নজরুল ইসলাম নজির (৩২) নামের এক জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়রা একটি বিলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় বিকাশ ব্যবসায়ী ছিলেন এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নজরুল ইসলামকে নির্জন স্থানে ডেকে নিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। রোববার সকালে এলাকাবাসী মরদেহটি দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে।

এলাকাবাসীর ধারণা, সম্প্রতি হ্যাকার চক্রের সঙ্গে লেনদেন নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, নজরুল ইসলাম মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। হ্যাকার চক্র তার দোকান থেকে অবৈধ অর্থ লেনদেনের চেষ্টা করলে তিনি এতে বাধা দেন। এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

জামায়াতের স্থানীয় নেতা রোকনুজ্জামান রোকন বলেন, "এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে। সাধারণ মানুষ এখন আতঙ্কে আছে।"

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।