খুলনায় পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার


রূপসায় তিন আওয়ামী লীগ নেতা আটক, পিস্তল ও রামদা উদ্ধার ছবি : সংগৃহীত
খুলনায় অস্ত্রসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
খুলনার রূপসা থানা পুলিশ অস্ত্রসহ তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
বুধবার (২৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—ডোবা গ্রামের নিখিল দাসের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১), একই গ্রামের নিখিল মহলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১), এবং নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহান্তের ছেলে জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০)।
রূপসা থানা সূত্রে জানা গেছে, সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পুলিশ অভিযান শুরু করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালায়।
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় জনতার সহায়তায় ডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে নিপুন দাশের দেখানো মতে, তার মৎস্য ঘেরের কুড়েঘর থেকে পলিথিনে মোড়ানো একটি ম্যাগাজিনসহ ৭ ইঞ্চি লম্বা বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযানে আরও জব্দ করা হয়েছে ২৪ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত রামদা এবং একটি স্টিলের চাকু।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিলেন। এ ঘটনায় রূপসা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।