কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় জলকপাট ৭ দিন পর বন্ধ ঘোষণা

রাঙ্গামাটি  ( জেলা ) প্রতিনিধি
রাঙ্গামাটি ( জেলা ) প্রতিনিধি
১২ আগস্ট, ২০২৫ এ ৬:১৮ এএম
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত । ছবি : সংগৃহীত

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত । ছবি : সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসায় সাত দিন পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ ঘোষণা করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। বুধবার (১২ আগস্ট) সকালে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হ্রদের পানি বিপৎসীমার নিচে থাকার কারণে সকাল ৮টায় জলকপাট বন্ধ করে পানি ছাড়া বন্ধ রাখা হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানি স্তর ১০৭ দশমিক ৫ ফুট মিনিমাম সি লেভেলে রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এর আগে, মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার উপরে উঠে যায়। সোমবার রাত ১২টা ৫ মিনিট থেকে ১৬টি জলকপাট ছয় ইঞ্চি খোলা হয় এবং সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে জলকপাট আরও বেশি খুলে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়, যা বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বোচ্চ ৬৮ হাজার কিউসেকে পৌঁছায়।

জলকপাট খোলা থাকায় টানা ছয় দিন ধরে হালদা ও কর্ণফুলী নদীর তীরবর্তী রাউজানের নোয়াপাড়া, উরকিরচর, বাগোয়ান, পশ্চিম গুজরার মতো গ্রামগুলি পানিবন্দি হয়ে পড়ে। মাঠ-ঘাট, রাস্তা, পুকুর-ডোবা, খাল-বিল প্লাবিত হয় এবং কোটি টাকার ফসল ও মাছ নষ্ট হয়। তবে জলকপাট বন্ধ হওয়ার খবরে ওই এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।