কক্সবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা - তদন্তে পুলিশ


চকরিয়ায় পারেছা বেগমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া । ছবি: সংগৃহীত
চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে পারেছা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
স্থানীয়রা জানিয়েছেন, পারেছা বেগম ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এরই মধ্যে আজ ভোরে তার ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়।
নিহতের পিতা জানান, “আমার মেয়ে কেন আত্মহত্যা করেছে তা আমি জানি না। মেয়ের সংসারে কোনো সমস্যা ছিল কিনা সেটাও বলতে পারছি না। বিষয়টি তদন্ত ছাড়া মন্তব্য করা সম্ভব নয়।”
পারেছা বেগমের চাচাতো ভাই বলেন, “২-৩ দিন আগে পারেছা বেগম বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার প্রবাসফেরত বড় ভাইকে দেখার জন্য সেখানে গিয়েছিল। ভাইয়ের দেওয়া একটি কম্বল নিয়ে সে স্বামীর বাড়ি ফিরেছিল। কিন্তু আজ সকালে খবর পেলাম সে ফাঁস দিয়েছে।”
চকরিয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক মহি উদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।