এক সপ্তাহে ৫ মৃত্যু, মৃত্যুপুরী চট্টগ্রাম-কক্সবাজার সড়ক

চট্টগ্রাম ( জেলা ) প্রতিনিধি
চট্টগ্রাম ( জেলা ) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:২২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক আবারও পরিণত হলো মৃত্যুপুরীতে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় বাসচাপায় এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই মহাসড়কে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো পাঁচে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শহরমুখি একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নারী পথচারী চাপা পড়ে মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে এবং বাসটি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে গত সোমবার চন্দনাইশ এলাকায় বাস ও সিএনজির সংঘর্ষে এক নারী ও তার শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়। আর মঙ্গলবার লোহাগাড়া চুনতি এলাকায় বাসচাপায় প্রাণ হারান এক যুবক। একের পর এক এমন দুর্ঘটনা মহাসড়কটিকে মৃত্যুপথযাত্রী মানুষের আতঙ্কের জায়গায় পরিণত করেছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতিতে বেপরোয়া বাস চলাচল ও কার্যকর মনিটরিংয়ের অভাবেই দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।