আদার বাজারে স্বস্তি-এক সপ্তাহে কেজিতে কমলো ৫০ টাকা


ছবি : সংগৃহীত
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৫৭ কোটি টাকার বেশি আদা আমদানি হয়েছে। বিপুল পরিমাণ আমদানির কারণে স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আদার দাম কমেছে ৫০ টাকা পর্যন্ত।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ জানায়, জুলাই মাসে এ স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে, যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল মাত্র ৪৮৮ টন, যার মূল্য ছিল ৫ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরে আমদানি বেড়েছে ১০ গুণেরও বেশি। ভোমরার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, দেশে আদার চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণে আমদানিও বেশি করতে হচ্ছে।
অতিরিক্ত আমদানির প্রভাবে বাজারে এর প্রভাব পড়েছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে খুচরা দোকানগুলোতে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৩০ টাকায়, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।
মেসার্স সরদার স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে স্বাভাবিকভাবেই আদার দাম কমেছে। কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, পণ্যের সরবরাহ বাড়লেই দাম কমে আসে। তাই ভোমরা দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হওয়ায় আদার বাজার এখন অনেকটাই স্থিতিশীল।