জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গাছ রোপণসহ নানা কর্মসূচি


ছবি : সংগহীত
১৯ জুলাই (শুক্রবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। প্রতিটি জেলায় যে সংখ্যক শহীদ আত্মোৎসর্গ করেছেন, সেই সংখ্যা অনুযায়ী গাছ লাগানো হবে। ‘জুলাই পুনর্জাগরণ’ অষ্টকর্মসূচির অংশ হিসেবেই এই আয়োজন।
এদিন গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস হিসেবে স্মরণ করা হবে। কর্মসূচির অংশ হিসেবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামে একটি তথ্যচিত্রের পঞ্চম পর্ব ও একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হবে।
১৯ জুলাই উপলক্ষে একটি মিউজিক্যাল ভিডিও প্রকাশ করা হবে, যার থিম সংগীত—‘কত বিবি বন্ধুর রক্তে রাঙা’। ভিডিওটি সব মন্ত্রণালয়, বিভাগীয় দপ্তর, ইউটিউব চ্যানেল এবং সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রচার করা হবে। একই সঙ্গে দেশের সব মোবাইল গ্রাহকদের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে।
রাজধানীর সাভারে শহীদদের স্মরণে এক স্মরণ সমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন পূর্ণাঙ্গ কেন্দ্রে প্রদর্শিত হবে জুলাই মাসের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র যেমন—‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ’ এবং ‘আয়নাঘর স্টোরিজ’।
এই কর্মসূচির মাধ্যমে শুধু শহীদদের স্মরণ নয়, বরং তরুণ প্রজন্মকে ইতিহাস ও মানবাধিকার চেতনায় উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আজকের প্রথা/এআর