টাঙ্গাইলে ৭ দফা দাবি আদায়ে জামায়াতের বিশেষ রোকন সম্মেলন


টাঙ্গাইলে ৭দফা দাবি আদায়ে জামায়াতের বিশেষ রোকন সম্মেলন । ছবি ; আজকের প্রথা
আসন্ন ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ রোকন সম্মেলনের আয়োজন করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, আগামী শনিবার (১৯ জুলাই) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেশের জনগণের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই রোকন সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জামায়াতে ইসলামী ৭ দফা দাবি উত্থাপন করেছে। এই দাবিগুলো আদায়ের জন্য আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তারা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের পক্ষে সকল শক্তিকে সাথে নিয়ে ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে জামায়াতের রোকন এবং কর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির এবং কর্ম পরিষদের সদস্য ড. আতাউর রহমান। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের প্রথা/এআর