গোপালগঞ্জে আ.লীগ ও পুলিশ-সেনাবাহিনীর সংঘর্ষ, নিহত ৩

গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি
গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি
১৬ জুলাই, ২০২৫ এ ১০:৪৭ এএম
ছবি : আজকের প্রথা

ছবি : আজকের প্রথা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত এবং আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন এবং বাকি আটজন চিকিৎসাধীন আছেন।”

এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলার জন্য এনসিপি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করে।

সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন দুপুর সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা জারি করে।

এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ গোপালগঞ্জে সমাবেশ ও পথসভার আয়োজন করা হয়।

 

আজকের প্রথা/এআর