গোলাম রাব্বানীর পদ বাতিলের দাবি তুললেন রাশেদ

২০১৯ ডাকসু নির্বাচন নিয়ে ফের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৫ এ ৫:২৭ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগে গঠিত তদন্ত কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সেই নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. রাশেদ খান। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের পাশে কোষাধ্যক্ষের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ সানাউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে অবৈধভাবে জিএস পদে নির্বাচিত ঘোষণা পাওয়া গোলাম রাব্বানীর পদ বাতিল এবং কারচুপিতে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গঠিত তদন্ত কমিটির আহ্বানে অভিযোগকারী হিসেবে উপস্থিত থাকবেন রাশেদ খান।

রাশেদ খান এর আগে চলতি বছরের জানুয়ারিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেন। সেই লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ইচ্ছাকৃতভাবে কম দেখানো হয়। তার অভিযোগ অনুযায়ী, তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের প্রত্যক্ষ সহযোগিতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কারচুপির মাধ্যমে জিএস নির্বাচিত দেখানো হয়।

তিনি অভিযোগ করেন, রাত সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করে তৎকালীন প্রশাসন ছাত্রসমাজের সঙ্গে প্রহসন করেছে। নিয়ম ভঙ্গ করে রাব্বানীর ভর্তি নিশ্চিত করা হয় এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, ব্যালটে জাল সিল মারা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অনিয়ম করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন হামলা ও নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন গোলাম রাব্বানী। তাই তার ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিলের দাবি জানান রাশেদ।

তিনি আরও বলেন, পূর্ববর্তী তদন্ত কমিটি প্রকৃত বিচার না করে কারচুপি ঢেকে রেখেছিল, কারণ এতে জড়িত ছিলেন তৎকালীন প্রশাসনের সহযোগী শিক্ষকরা। তবে ২০২৪ সালের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুনভাবে গঠিত তদন্ত কমিটির কাছে তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

সাক্ষাৎকালে রাশেদ খানের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মুনতাসির ও যুগ্ম সদস্য সচিব আব্বাস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেটা ডিসক্রিপশন

২০১৯ সালের ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগের তদন্তে গঠিত কমিটির বৈঠকে অভিযোগকারী হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।