২০২৬ বিশ্বকাপ ড্র: সময়, স্থান ও দেখার নিয়ম


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র। ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাওয়া এবারের আসরে ৩২ দলের বদলে অংশ নেবে ৪৮ দল। এর মধ্যে বেশির ভাগ দল ইতিমধ্যে কোয়ালিফাই করেছে, বাকি ছয়টি দল নির্ধারিত হবে প্লে-অফ ম্যাচের মাধ্যমে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে এবারের টুর্নামেন্টে। বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আগামী শুক্রবার, ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠান হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্র পরিচালনা করবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় ড্র শুরু হবে এবং পরদিন শনিবার রাত ১১টায় ঘোষণা করা হবে ম্যাচ সূচি।
ফিফা র্যাংকিং অনুযায়ী ৪২টি নিশ্চিত দল এবং ছয় প্লে-অফ বিজয়ীকে নিয়ে তৈরি করা হয়েছে চারটি পট। প্রতিটি পটে রয়েছে ১২টি দল। স্পেন ও আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে রাখা হয়েছে ড্রয়ের ভিন্ন ভিন্ন অর্ধে; ফলে তারা গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
কোন দল কোন পটে?
পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।
পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।
পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, চারটি ইউরোপিয়ান প্লে-অফ দল, দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ দল।
প্লে-অফ কারা খেলছে
ইউরোপ অঞ্চলে ওয়েলস–বসনিয়া বিজয়ী মুখোমুখি হবে ইতালি–নর্দার্ন আয়ারল্যান্ড বিজয়ীর সঙ্গে। ইউক্রেন–সুইডেন ম্যাচের জয়ী দল খেলবে পোল্যান্ড–আলবেনিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে। স্লোভাকিয়া–কসোভো ম্যাচের বিজয়ী খেলবে তুরকিয়ে বা রোমানিয়ার সঙ্গে। চেক প্রজাতন্ত্র–আয়ারল্যান্ড ম্যাচের জয়ী খেলবে ডেনমার্ক বা নর্থ মেসিডোনিয়ার সঙ্গে।
আন্তঃমহাদেশীয় প্লে-অফে নিউ ক্যালেডোনিয়া খেলবে জামাইকার বিপক্ষে। বলিভিয়া–সুরিনাম ম্যাচের বিজয়ী দল লড়বে ইরাকের সঙ্গে।
কীভাবে দেখবেন
ড্র সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়া ট্রান্সফারমার্কটের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমগুলোতে পাওয়া যাবে নিয়মিত সব আপডেট।










