মেসি নন, রোনালদো পেলেন ‘সর্বকালের সেরা’ ফুটবলারের স্বীকৃতি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৮:৪০ এএম
মেসি- রোনালদো। ছবি:সংগৃহীত

মেসি- রোনালদো। ছবি:সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো পেলেন এক অনন্য স্বীকৃতি। পর্তুগিজ লিগ তাকে দিয়েছে ‘গোট’ বা সর্বকালের সেরা ফুটবলারের বিশেষ পুরস্কার। নিজ দেশের মাটিতে পাওয়া এ সম্মান নিয়ে ভীষণ গর্বিত পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপের সেরা ক্লাব ফুটবলে দাপট দেখিয়েছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জয়ের পাশাপাশি প্রতিটি ক্লাবের হয়েই করেছেন শতাধিক গোল। চ্যাম্পিয়নস লিগে অসংখ্য রেকর্ড তার দখলে, যা এখনো অপ্রতিদ্বন্দ্বী।

পর্তুগাল জাতীয় দলের জার্সিতেও ইতিহাস রচনা করেছেন তিনি। এ পর্যন্ত খেলেছেন ২২৩ ম্যাচে, করেছেন ১৪১ গোল—যা ভাঙা প্রায় অসম্ভব এক রেকর্ড। আন্তর্জাতিক অঙ্গনে তার গোলের দাপট এখনও অব্যাহত রয়েছে।

৪০ বছর বয়সেও থেমে নেই রোনালদো। সৌদি আরবের আল নাসর ক্লাবের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন তিনি। দেশ থেকে পাওয়া এই বিশেষ স্বীকৃতি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

পুরস্কার প্রাপ্তির পর এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, “এই পুরস্কারের জন্য লিগা পর্তুগালকে ধন্যবাদ জানাই। সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া আমার জীবনের বড় সম্মান। সতীর্থ, কোচ ও ভক্তদের কাছে আমি চিরকৃতজ্ঞ, যারা আমাকে সবসময় এগিয়ে যেতে প্রেরণা দিয়েছেন।”

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন ধরেই ‘গোট’ বিতর্কে জড়িয়ে আছেন রোনালদো। তবে তিনি এখনও ছুটছেন নতুন রেকর্ডের পথে। ক্যারিয়ারের ১ হাজার গোলের স্বপ্ন পূরণে তার দরকার আরও ৫৭ গোল। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে আরেকটি সাফল্য যোগ করার অপেক্ষায় আছেন এই ফুটবল মহাতারকা।