ভারতকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:০৯ এএম
এশিয়া কাপের ফাইনালের আগে দৃঢ় প্রত্যয়ে প্রস্তুত পাকিস্তান দল। ছবি:সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালের আগে দৃঢ় প্রত্যয়ে প্রস্তুত পাকিস্তান দল। ছবি:সংগৃহীত

আগের দুইবার ভারতের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান। তবে এবারের ফাইনালে সেই ভুলের পুনরাবৃত্তি চান না অধিনায়ক সালমান আলী আগা। আগামী রোববারের শিরোপা লড়াইয়ে সূর্যকুমার যাদবদের হারিয়ে ট্রফি নিয়ে ফিরতেই এখন পাকিস্তানের মূল লক্ষ্য।

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে জটিল সমীকরণ মেলাতে সক্ষম হয়েছে পাকিস্তান। সেই ম্যাচে বোলার ও ফিল্ডারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সালমান। তার মতে, দলটির শক্তি ও সামর্থ্য আছে যেকোনো প্রতিপক্ষকে হারানোর।

অধিনায়ক আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার জন্য স্পেশাল মানসিকতা প্রয়োজন, যা তাদের দলে আছে। ব্যাটিং বিভাগে উন্নতি ঘটাতে এখন তারা কঠোর পরিশ্রম করছে। শিরোপার মঞ্চে ভারতের বিপক্ষে আগের ভুলগুলো শুধরে নিতে বদ্ধপরিকর পাকিস্তান।

ফাইনালে পৌঁছানোর পর আত্মবিশ্বাসী আগা জানান, প্রতিটি খেলোয়াড় জানে কী করতে হবে। রোববার তারা দৃঢ় প্রত্যয়ে মাঠে নামবে এবং প্রতিপক্ষ ভারতকে হারিয়ে শিরোপা জিততে সর্বোচ্চ চেষ্টা করবে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আগের দুই লড়াইয়ে জয়ী হয়েছে ভারত। তবে এবার ভিন্ন কিছু দেখাতে চায় পাকিস্তান। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই মহারণ।