পাকিস্তানের বিপক্ষে টাইগারদের বাঁচা-মরার ম্যাচ


পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুত বাংলাদেশ দল। ছবি:সংগৃহীত
ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ দল। ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসানকে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও টি–টোয়েন্টি লড়াইয়ে নামছে টাইগাররা। এবারের লড়াই বাঁচা-মরার, জয় পেলে টিকে থাকবে আশা, হারলে বিদায়।
এমন কঠিন সমীকরণের সামনে দল গঠনে ভাবনায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরি, ব্যর্থতা ও সঠিক কম্বিনেশনের কারণে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া তানজিম হাসান প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে পারভেজ হোসেন ইমন রেখেছেন কিছুটা প্রভাব। ওপেনিংয়ে সাইফ হাসান ও ইমনকে নিয়েই সমাধান খুঁজতে পারে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বর পজিশনে ফেরার সম্ভাবনা রয়েছে লিটনের, যদি তিনি ফিট থাকেন।
অধিনায়ক লিটন দাস ভারতের বিপক্ষে মাঠে নামতে পারেননি। আজকের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা থাকলেও সম্ভাবনা প্রবল। যদি তিনি খেলতে না পারেন, তবে বিকল্প পরিকল্পনা সাজাবে দল। মিডল অর্ডারে পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে। শামিম হোসেনের পরিবর্তে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। একই সঙ্গে কিপিংয়ে জাকের আলীর জায়গায় সোহানকে বিবেচনা করা হতে পারে।
বোলিং আক্রমণে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদের। মোস্তাফিজুর রহমানের সঙ্গে নতুন জুটি গড়তে পারেন তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন রিশাদ হোসেন। স্পিন আক্রমণে সুযোগ মিলতে পারে শেখ মাহেদী ও নাসুম আহমেদের।
তবে সবশেষে সেরা দল নিয়েই নামতে চান টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। তিনি বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরও বলেছিলাম, আমরা এখনও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলছি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা যেমন তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। আমরা সাহস নিয়েই খেলব ইনশাআল্লাহ। লক্ষ্য একটাই—ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা।”