নারী এশিয়া কাপের ড্র আজ, নেই বাংলাদেশর কোনো প্রতিনিধি


সিডনিতে নারী এশিয়া কাপের ড্র অনুষ্ঠানে নেই বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আগামী ১ থেকে ২৩ মার্চ ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। ১২টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ সিডনির হারবার এলাকায় সন্ধ্যা ৭টায়। স্বাগতিক অস্ট্রেলিয়া সহ অংশগ্রহণকারী অনেক দেশের অধিনায়ক ও কোচদের আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ থেকে কেউ সেখানে উপস্থিত থাকছেন না।
গতকাল আয়োজিত ট্রফি ফটোসেশনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, তাইওয়ান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধি। তবে বাংলাদেশের পাশাপাশি জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইনের পক্ষ থেকেও কোনো প্রতিনিধি ছিলেন না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী ফুটবল উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অথচ অন্যান্য দেশ যেমন ভারত সিনিয়র খেলোয়াড় সঙ্গীতা বাসফোরকে ড্র অনুষ্ঠানে পাঠিয়েছে, বাংলাদেশও চাইলে সিনিয়র কোনো নারী খেলোয়াড়কে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারত।
ড্রয়ে বাংলাদেশ চার নম্বর পটে অবস্থান করছে। যার ফলে শক্তিশালী ভারত ও ইরানের সঙ্গে গ্রুপে পড়ার সম্ভাবনা নেই। তবে প্রথম পটের দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, জাপান অথবা উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে হতে পারে। ভালো গ্রুপিং পেলে বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে। যা ভবিষ্যতে ২০২৭ সালের নারী বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিকে খেলার পথ খুলে দিতে পারে।