দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ জুলাই, ২০২৫ এ ১০:২৮ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ সাফল্যের পর রোববার (৬ জুলাই) রাত পৌনে ২টার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাধারণ আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা রওনা হন সংবর্ধনা ভেন্যু হাতিরঝিলের উদ্দেশে।

২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তবে এবার তাদের জন্য প্রস্তুত করা হয়েছে বাফুফের নিজস্ব একটি বাস, যাতে এশিয়ান কাপ নিশ্চিত করা দলের ছবি সংবলিত ব্যানার সাঁটানো হয়েছে। সেই বাসেই হাতিরঝিলের এম্ফিথিয়েটারের পথে রওনা হন খেলোয়াড়রা।

হাতিরঝিলের ওই এম্ফিথিয়েটারেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেবে। ফলে বিমানবন্দরে বড় কোনো আয়োজন ছিল না। তবে বাফুফে কর্তারা উপস্থিত থেকে খেলোয়াড়দের সাধারণ অভ্যর্থনা জানান এবং মিষ্টিমুখ করান।

 

আজকের প্রথা/এআর