জাতীয় নারী দলের অধিনায়ক প্রান্তিকে সাতক্ষীরার সম্মাননা

সাতক্ষীরা (জেলা) প্রতিনিধি
সাতক্ষীরা (জেলা) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৪:৫০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিকে তার নিজ জেলা সাতক্ষীরায় বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে জেলা ক্লাব ঐক্য পরিষদের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, বরং সমগ্র বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় প্রেরণা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর উপপরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা এবং খন্দকার আরিফ হাসান প্রিন্স। বক্তারা উল্লেখ করেন, শৈশবে যখন মেয়েদের ফুটবল খেলা অনেকের কাছে অস্বাভাবিক মনে হতো, তখন সব বাধা অতিক্রম করে প্রান্তি জাতীয় দলের নেতৃত্বে উঠে আসেন।

নিজ বক্তব্যে আফঈদা খন্দকার প্রান্তি বলেন, তিনি চান গ্রামের কিশোরীরা ফুটবলের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের প্রতিভা বিকশিত করুক। তার ভাষায়, “আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, এটি আত্মবিশ্বাস আর স্বাধীনতার নাম।”

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকেও সংবর্ধনা জানানো হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ ক্রীড়াবিদদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।