২০২৯ ক্লাব বিশ্বকাপের তারিখ ঘোষণা করল ফিফা


ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে ফিফা। সংস্থাটি জানায়, ২০২৯ সালের গ্রীষ্মে অনুষ্ঠিত হবে এই আসর। ফলে আয়োজক হওয়ার ক্ষেত্রে কাতারের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
ফিফা জানিয়েছে, টুর্নামেন্টটি শীতে আয়োজন করা হলে ইউরোপীয় লিগগুলোর সময়সূচির সঙ্গে সংঘাত তৈরি হতো। কাতারের ক্ষেত্রে শীতকালীন আয়োজনের প্রয়োজন ছিল। সেই কারণেই গ্রীষ্মকালীন আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়ায় কাতার পিছিয়ে পড়েছে।
বর্তমানে স্পেন ও মরক্কো এই আসরের আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। যদিও পর্তুগাল বিশ্বকাপের সহ-আয়োজক, তবে তারা ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তেমন আগ্রহ দেখায়নি।
খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে ফিফা নতুন একটি কাঠামো নিয়ে কাজ করছে। এর আওতায় মূল পর্ব শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হতে পারে। এতে করে বাছাইপ্রাপ্ত দলগুলো সরাসরি মূল আসরে খেলার সুযোগ পাবে।
এর আগে কনকাকাফের প্রতিনিধি নির্ধারণে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে শেষ মুহূর্তে প্লে-অফ আয়োজন করতে হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়াতেই ফিফা আগেভাগে প্রস্তুতি নিচ্ছে।