রাজনৈতিক বিতর্কে বিসিবি পরিচালকের পদ হারালেন যুবলীগ নেতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর, ২০২৫ এ ৩:৪৭ এএম
বাংলাদেশ ক্রিকেট লোগো। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট লোগো। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষে এবার আলোচনায় এসেছে বোর্ডের এক পরিচালককে ঘিরে বিতর্ক। দীর্ঘ নাটকীয়তার পর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক নির্বাচিত হন যুবলীগ নেতা এম ইসফাক আহসান, যিনি সম্প্রতি আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন। গণহত্যার দায়ে অভিযুক্ত দলের প্রার্থী হতে চাওয়া একজন ব্যক্তির বিসিবির পদে থাকা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

এই বিতর্কের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিসিবির নবনির্বাচিত পরিচালক ইসফাক আহসানকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, “নতুন পরিচালক নিয়োগের ঘোষণা আসবে মঙ্গলবার।”

এম ইসফাক আহসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এর আগে কেন্দ্রীয় যুবলীগেরও সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। সামাজিক মাধ্যমে ওই আসনে তার প্রচারণামূলক ছবি ও ভিডিওও ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর বিসিবিতে রাজনৈতিক প্রভাব নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর এনএসসি দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। নির্বাচিত হওয়ার ছয় ঘণ্টার মধ্যেই পদচ্যুত হন ইসফাক আহসান। তবে নতুন করে কে আসছেন এনএসসি কোটায় পরিচালক হিসেবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সংবিধান কার্যকর হলে ক্রীড়া সংস্থার বোর্ড সদস্যদের যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়ায় আরও কঠোর নিয়ম কার্যকর হবে। এ নিয়ম বাস্তবায়িত হলে রাজনৈতিকভাবে বিতর্কিত কেউ আর বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না।