মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর কোনো আলোচনা হয়নি: বিসিবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ জানুয়ারী, ২০২৬ এ ৬:৩০ পিএম
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আবার আইপিএলে ফেরানোর কোনো প্রস্তাব বা আলোচনা হয়নি—এ কথা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেছেন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে বিভিন্ন বাংলাদেশি ও ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মোস্তাফিজকে আইপিএলে ফেরানো নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে তার লিখিত বা মৌখিক কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, বিসিবির ভেতরেও এ বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। তিনি স্পষ্ট করেছেন, সংবাদে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই।

উল্লেখ্য, ভারত সরকারের অনুমোদন নেওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে রাখে। সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। কিন্তু ভারতের কট্টরপন্থীদের চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা পরে মোস্তাফিজকে ছেড়ে দেয়।

ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবি উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি আইসিসিকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে।

এর ধারাবাহিকতায়, গত বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি বৃহস্পতিবার আইসিসির কাছে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে ভারতে ম্যাচ না খেলার পেছনের উদ্বেগ ও কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মোস্তাফিজুর রহমানের আইপিএল ফেরার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। বিসিবি পুনরায় আইসিসিকে নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে ভারতে ম্যাচ না খেলার কারণ স্পষ্ট করেছে। বিষয়টি বাংলাদেশের ক্রিকেটি নীতিমালার মধ্যে গুরুত্ব সহকারে পরিচালিত হচ্ছে।