এশিয়া কাপ ২০২৫

পাকিস্তান বনাম আমিরাত ম্যাচে সুপার ফোরের লড়াই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:২৯ এএম
দুবাইয়ে মুখোমুখি পাকিস্তান ও আমিরাত—সুপার ফোরে ওঠার লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে। ছবি : সংগৃহীত

দুবাইয়ে মুখোমুখি পাকিস্তান ও আমিরাত—সুপার ফোরে ওঠার লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে। ছবি : সংগৃহীত

র‌্যাঙ্কিংয়ের অষ্টম দল পাকিস্তান আর পঞ্চদশ দল সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি লড়াইকে কাগজে-কলমে অনেকেই একপেশে ভাবতে পারেন। তবে বাস্তব চিত্র মোটেও তেমন নয়। পাকিস্তান নামক ক্রিকেট পরাশক্তি এবারও স্বস্তিতে নেই, বিশেষ করে অতীত অভিজ্ঞতা তাদের মনে করিয়ে দিচ্ছে আশঙ্কার কথা।

এশিয়া কাপ ২০২৫–এর ‘বি’ গ্রুপে আজকের এই ম্যাচ কার্যত নকআউট। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। গ্রুপের দুই দলই ওমানকে হারালেও ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। ফলে আজকের লড়াইয়ে বিজয়ী দলই জায়গা করে নেবে সুপার ফোরে। এখানেই বাড়ছে ম্যাচের গুরুত্ব, সঙ্গে চাপও।

পাকিস্তানের জন্য এ ম্যাচ যেন déjà vu—এক বছর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে। তখনও ধরা হচ্ছিল সহজ জয় নিশ্চিত, কিন্তু মাঠের ফলাফলে তাদের লজ্জায় পড়তে হয়েছিল। এবারও যদি একইরকম চিত্র দেখা দেয়, তবে বাবর আজমের দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হবে।

ভারতের বিপক্ষে বড় হারের পর পাকিস্তান শিবিরে এখন চাপ চরমে। এই চাপ সামলানোই তাদের সামনে বড় চ্যালেঞ্জ। তবে আশার জায়গা হলো নেট রানরেট এবং অতীত ইতিহাস। এর আগে তিনবার আমিরাতের বিপক্ষে খেলেছে পাকিস্তান, আর তিনবারই জয় তাদের দখলে। সর্বশেষ দুটি জয় এসেছে শারজাহর মাঠে।

অন্যদিকে স্বাগতিক আমিরাতের জন্য আজকের ম্যাচ এক ঐতিহাসিক সুযোগ। যদি জয় আসে, তবে প্রথমবারের মতো তারা জায়গা করে নেবে সুপার ফোরে। ঘরের মাঠে এমন সাফল্য কেবল দলের নয়, বরং দেশের ক্রিকেট ইতিহাসে হয়ে উঠতে পারে এক অনন্য মাইলফলক।